কালজয়ী মুসলিম সাহিত্যিক – হাফিজ শিরাজী

কালজয়ী মুসলিম সাহিত্যিক – হাফিজ শিরাজী

সাহিত্য সময়কে ধরে রাখে। সাহিত্য মানুষের মনের খোরাক জোগায়। মুসলিম সাহিত্যিকরা তাঁদের সাহিত্যজ্ঞান দিয়ে শতাব্দীকাল ধরে পাঠকের মনের পুষ্টির জোগান দিয়েছেন। জ্ঞানের আলো ও পাঠের আনন্দ তাঁদের সাহিত্য সৃষ্টিকে করেছে কালজয়ী। মুসলিম সাহিত্যের বড় অংশই আলোচনা করেছে স্রষ্টা প্রেমের অনবদ্য আকুল আবেদন। স্রষ্টা প্রেমের পাশাপাশি মানবপ্রেমের নানা দিক উঠে এসেছে এই সাহিত্যকর্মগুলোতে। কবিতা ছাড়াও দর্শন, বিজ্ঞান, ইতিহাস ও ভ্রমণও ছিল তাঁদের সাহিত্যের বিষয়বস্তু। সাহিত্যে অনন্য অবদান রাখা মুসলিম সাহিত্যিকের সংখ্যা কম নয়। তাঁদের উল্লেখযোগ্য একজন হলেন হাফিজ শিরাজী।

হাফিজ শিরাজী
হাফিজ শিরাজী একজন ইরানি কবি। তাঁকে অনেকে চেনেন বুলবুল-ই-শিরাজ নামে। শিরাজ ছিল পারস্যের তীর্থভূমি। এখানেই তিনি জন্মগ্রহণ করেন। এই শহরের মানুষ তাঁর কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে বলতেন ‘লিসান-উল-গায়েব’, ‘তর্জমান-উল-আসরার’। হাফিজ তাঁর জীবদ্দশায় কবিতাসমূহ সংগ্রহ করে যাননি। তাঁর বন্ধু গুল-আন্দামই সর্বপ্রথম তাঁর মৃত্যুর পর ‘দিওয়ান’ আকারে হাফিজের সব কবিতা সংগ্রহ ও একত্রিত করেন। হাফিজের প্রায় সব কবিতা ‘শাখ-ই-নবাৎ’ নামক কোনো ইরানি সুন্দরীর স্তবগানে মুখরিত। এটি হয়তো ছদ্মনাম। সেই তরুণীর আসল নাম হাফিজ গোপন করে গেছেন।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *