এগিয়ে গেছে বাংলাদেশ

দেওয়ানবাগ ডেস্ক: টানা চার বছর বিদেশে নির্বাসিত জীবন কাটানোর পর শনিবার পাকিস্তানে ফিরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বাংলাদেশের উন্নয়ন নিয়ে ব্যাপক প্রশংসা করেছেন। এদিন লাহোরে এক জনসভায় যোগ দিয়ে তিনি বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের ভ‚য়সী প্রশংসার পাশাপাশি নিজেদের ব্যর্থতার কথাও শিকার করেন। সূত্র : রয়টার্স।
নওয়াজ শরিফ বলেন, ‘সামান্য পাট ছাড়া আর কী উৎপাদন হতো পূর্ব পাকিস্তানে! অথচ, আজ সেই দেশ পাকিস্তানকে ছাপিয়ে কোথায় পৌঁছে গেছে! বাংলাদেশ থেকে আমরা কেন পিছিয়ে পড়লাম- পাকিস্তানের মানুষের তা জানার অধিকার আছে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান যদি আজ আলাদা না হতো, তাহলে আজ আমাদের অর্থনৈতিক করিডর থাকত। তাতে আমরা মিলেমিশে চেষ্টা করতাম এগিয়ে যাওয়ার। যে বাংলাদেশকে আমরা অবমূল্যায়ন করেছিলাম, আজ তারা কোথায় আর আমরা কোথায়! আজ বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতিতে অনেক এগিয়ে গেছে, আর আমরা সেই পেছনেই পড়ে আছি।’ দেশে ফিরে প্রথম জনসভায় এভাবেই নওয়াজ শরিফ পিছিয়ে পড়া পাকিস্তান নিয়ে বিলাপ করেন। পাশাপাশি পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বাংলাদেশের উন্নয়ন নিয়ে করা প্রশংসা সে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *