শীতে দাঁতের যত্ন

শীতে দাঁতের যত্ন

ডা. নাজিয়া মেহেনাজ জ্যোতি
গরমের সময় যাই হোক না কেন, শীতকাল এলেই দাঁতের সমস্যা বেড়ে যায়। বিশেষ করে ঠান্ডা পানি খেলে দাঁত শিরশির করে এবং অনেকে দাঁত ব্যথায় ভুগে থাকেন।

নিম্ন তাপমাত্রা ও প্রচন্ড বাতাসে অনেক সময় দাঁত সংবেদনশীল হতে পারে। দাঁতের ব্যথা ও শিরশির ভাব কমাতে যা করতে হবে-

দাঁতে পুরনো ফিলিং থাকলে দাঁতের পুরনো ফিলিং যার কিছু অংশ ভেঙ্গে গেছে অথবা ফিলিং এর পাশ দিয়ে নতুন দন্তক্ষয় সৃষ্টি হয়েছে। তখন দাঁতের সংবেদনশীলতা বেড়ে যায়। তাই এই শীতে দন্তচিকিৎসক কর্তৃক পুরনো ফিলিংটির পরীক্ষা করিয়ে নিন।

দাঁতে ক্যাপ বা ক্রাউন পরানো থাকলে:
যাদের দাঁতে ক্রাউন আছে, অনেক সময় এটি আলগা হয়ে দাঁতের কিছু অংশ উন্মুক্ত হয়ে পড়তে পারে। দাঁতে হতে পারে শিরশিরে ব্যথা। দাঁতের সংবেদনশীলতা কমাতে ক্রাউন করার পূর্বে রুট ক্যানেল চিকিৎসা করা হয়। রুট ক্যানেল না করে ক্রাউন বসালে এবং ঐ ক্রাউন আংশিক ভেঙ্গে বা আলগা হলে দাঁত শিরশির করবে বা সংবেদনশীলতা বেড়ে যাবে।

এ শীতে দাঁতের শিরশির বা ব্যথা বেড়ে গেলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।
[লেখক: সহযোগী অধ্যাপক, পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা]

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *