উপমহাদেশের প্রত্যেকটি দেশকে অতিক্রম করছে বাংলাদেশ

উপমহাদেশের প্রত্যেকটি দেশকে অতিক্রম করছে বাংলাদেশ

উপমহাদেশের প্রত্যেকটি দেশকে অতিক্রম করছে বাংলাদেশ

দেওয়ানবাগ ডেস্ক: পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, আমার গর্ব হয় যে, আমরা বাঙালি। গোটা পৃথিবী, জাতিসংঘে বাংলা একটি স্বীকৃত ভাষা। যে ভাষায় আমরা কথা বলি, স্বপ্ন দেখি, লিখি, দুঃখ-আনন্দ প্রকাশ করি। বাংলাদেশ সবদিক থেকে উপমহাদেশের প্রত্যেকটি দেশকে অতিক্রম করে চলেছে। গতকাল কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শোভনদেব বলেন, ‘আমার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অন্তরের। আমার সৌভাগ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের সঙ্গে ১৯৭৩ সালে বিশ্ব যুব দিবসে আমার আলাপ হয়। আমরা দুজনই খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। আজ তিনি নেই কিন্তু বাংলাদেশ আছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সবদিক থেকে ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটি দেশকে অতিক্রম করে চলেছে। বাংলাদেশ উন্নতির শিখরে উঠেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা জাতি-ধর্ম-নির্বিশেষে যে মানসিকতায় দেশকে গড়ে তুলেছেন, সব মানুষের অংশগ্রহণের ফলেই দেশটিতে উন্নয়নের অগ্রগতি।’
পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘বাঙালি মানে আবেগপ্রবণ। বাঙালির এই আবেগটা একটা লাইন দিয়ে ভাগ করা বা বিচ্ছিন্ন করা যায় না।’

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *