ভারতের একটি গ্রামের নাম বাংলাদেশ!

ভারতের একটি গ্রামের নাম বাংলাদেশ!

দেওয়ানবাগ ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরে ছোট্ট একটি গ্রাম, যার নাম ‘বাংলাদেশ’। কেন্দ্রশাসিত এ রাজ্যের বন্দিপোরা জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট ও সুন্দর এ গ্রামটি। এর জনসংখ্যা ৩ শতাধিক। দক্ষিণ-পশ্চিম এশিয়ার অন্যতম বৃহত্তম স্বচ্ছ পানির ‘উলার লেক’র গা ঘেঁষেই গড়ে উঠেছে গ্রামটি।
জানা গেছে, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ওই অঞ্চলের এ নামকরণ করা হয়। তার আগ পর্যন্ত ওই গ্রামটির নাম ছিল জুরিমান। কিন্তু হঠাৎ এক দিন গ্রামটিতে অগ্নিসংযোগ করা হয়। এতে সেখানকার বাসিন্দারা গৃহহীন হয়ে পড়ে। পোড়া স্থান থেকে কিছুটা দূরে নতুন কয়েকটি বসতি স্থাপন করা হয়- যার নাম দেওয়া হয় ‘বাংলাদেশ’। ওই সময় গ্রামটিতে মাত্র পাঁচ-ছয়টি পরিবার ছিল। বর্তমানে সেখানে প্রায় ৬০টি পরিবারের বাস। সেখানকার বাসিন্দারা মূলত কৃষি ও মাছ ধরার ওপরই নির্ভরশীল। ১৯৭১ সালে ‘বাংলাদেশ’ নামে গ্রামটি গড়ে উঠলেও ২০১০ সালের আগ পর্যন্ত সরকারি রেকর্ডে নথিভুক্ত ছিল জুরিমান নামেই। ২০১০ সালে বন্দিপোরার জেলাশাসক কার্যালয় থেকে এটিকে ‘বাংলাদেশ’ নামে পৃথক গ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *