পৃথিবীতে ২০ হাজার ট্রিলিয়ন পিঁপড়ার বসবাস!

পৃথিবীতে ২০ হাজার ট্রিলিয়ন পিঁপড়ার বসবাস!

অনলাইন ডেস্ক: পৃথিবীতে কত মানুষের বসবাস? মোটামুটিভাবে সংখ্যাটা ৮০০ কোটির মতো। আর কীট পতঙ্গের সংখ্যার নিশ্চয়ই লেখাজোখা নেই। কিন্তু ভেবেছেন কখনো, পৃথিবীতে খুদে প্রাণী পিঁপড়ার সংখ্যা কত হতে পারে? অন্তত একদল বিজ্ঞানী মাথা ঘামিয়েছেন এ নিয়ে। সম্প্রতি এই প্রশ্নের রীতিমতো গবেষণালব্ধ উত্তরও দিয়েছেন তাঁরা। তাঁরা বলছেন, পৃথিবীতে পিঁপড়া রয়েছে ২০ হাজার ট্রিলিয়ন। এক ট্রিলিয়ন হচ্ছে পাক্কা এক লাখ কোটি। ২০ হাজার ট্রিলিয়ন সংখ্যাটি পাওয়া যাবে ২০-এর পর ১৫টি শূন্য বসালে। হ্যাঁ, আশ্চর্য হলেও সত্যি, পৃথিবীতে পিঁপড়ার সংখ্যা এতই বিশাল!

আন্তর্জাতিক গবেষণা সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসে (পিএনএএস) সোমবার এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জার্মানির ওয়েটবার্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত গবেষক প্রতিবেদনের অন্যতম লেখক সাবিন এসনুটেন বলেন, ‘আমরা পিঁপড়ার এত বড় সংখ্যা দেখে আশ্চর্য হয়েছি।’

বিপুলসংখ্যক এই পিঁপড়াকুলের ভরও কম নয়। গবেষণা পত্রে বলা হয়, সমুদয় পিঁপড়ার ভর পৃথিবীর মোট মানুষের ভরের পাঁচ ভাগের এক ভাগ।

গবেষণা সম্পর্কে বলা হয়, পিঁপড়ার সংখ্যা নির্ণয় করতে গিয়ে মোট পাঁচশর মতো ভিন্ন ভিন্ন গবেষণার তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। সামগ্রিক বিশ্লেষণের পর এ ধরনের একটি জটিল প্রশ্নের উত্তর মিলেছে। সূত্র :সিএনএন

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *