সিরাজগঞ্জ সংবাদদাতা: বাংলাদেশে সরকারি কোনো প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি চালু করল সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিন্ডিকেট সভায় পিতৃত্বকালীন ছুটির বিধান অনুমোদন করা হয়। বিধান অনুযায়ী, একজন শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন। এটি চলতি অক্টোবর মাস থেকেই কার্যকর হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান রিফাত-উর-রহমান গত সোমবার বলেন, চলতি অক্টোবর থেকে যদি কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী সন্তানের বাবা হন, তাহলে নিয়মানুযায়ী তিনি ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন। সর্বোচ্চ দুই সন্তানের জন্য পিতৃত্বকালীন ছুটি পাওয়া যাবে। শিক্ষা ছুটিতে থাকাকালে যেসব সুবিধা পাওয়া যায়, পিতৃত্বকালীন ছুটিতেও তা পাওয়া যাবে। রিফাত-উর-রহমান বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি কোনো প্রতিষ্ঠান হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পিতৃত্বকালীন ছুটির বিধান চালু করল।’ উপাচার্য শাহ্ আজম বলেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি নবীন বিশ্ববিদ্যালয়। এখানে তরুণ ও মেধাবী শিক্ষকরা পাঠদান করছেন। পাশাপাশি তরুণ কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। তাঁদের সন্তানদের দেখাশোনার জন্য আমরা মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধানটি আমলে নিয়েছি।