আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনা ভাইরাস মহামারির কারণে দারিদ্র্য দূরীকরণের লড়াইয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো অন্তত দুই বছর পিছিয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার এডিবির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এডিবি জানায়, ২০৩০ সালের মধ্যে বিশ্বের অতিদরিদ্র মানুষের সংখ্যা কমে ১ শতাংশের নিচে নেমে যাবে।
বর্তমানে যাদের দৈনিক আয় ১ দশমিক ৯০ ডলারের কম, তারা অতিদরিদ্র। মহামারি না হলে এই অঞ্চলে অতিদরিদ্রের হার ২ দশমিক ৯ শতাংশ কমত। কিন্তু মহামারির কারণে তা ৫ শতাংশ বেড়েছে।
এডিবির প্রধান অর্থনীতিবিদ আলবার্ট পার্ক বলেন, করোনা মহামারির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গরিব ও অসহায় মানুষেরা। বিভিন্ন দেশ মহামারির প্রভাব কাটিয়ে ওঠতে শুরু করলেও গরিব ও অসহায় মানুষদের স্বাবলম্বী হওয়া কঠিন হয়ে উঠেছে।