যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে হুমকিতে পড়তে পারে খাদ্য নিরাপত্তা

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে হুমকিতে পড়তে পারে খাদ্য নিরাপত্তা

দেওয়ানবাগ ডেস্ক: করোনা মহামারি বিশ্বব্যাপী নেতিবাচক প্রবৃদ্ধি দারিদ্র্য হারকে উসকে দিয়েছে। কভিডের প্রভাবে ২০২২ সালে বাংলাদেশে নতুন করে দারিদ্র্যসীমার নিচে পতিত ২৮ লাখ মানুষ। বৈশ্বিক নিম্ন প্রবৃদ্ধি আরো ৫০ হাজার মানুষকে এ বছর দারিদ্র্যসীমায় ঠেলে দিতে পারে। এ বছর একই সঙ্গে বাড়বে অপুষ্টির হার। তবে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা সার্বিক খাদ্য নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।
সম্মেলনের দ্বিতীয় দিনে বৈশ্বিক খাদ্য মূল্যবৃদ্ধি এবং দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খাদ্য গবেষণা প্রতিষ্ঠান আইএফপিআরআইয়ের জ্যেষ্ঠ গবেষক ড্যানিয়েল রেস্নিক।
মূল প্রবন্ধে বলা হয়, বৈশ্বিক নিম্ন প্রবৃদ্ধির হার এ বছর বাংলাদেশে আরো ৫০ হাজার মানুষকে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দিতে পারে। নতুন করে অপুষ্টির শিকার হতে পারে আরো দুই লাখ মানুষ। কভিড ও যুদ্ধের প্রভাবে বৈশ্বিক খাদ্যবাজারের মূল্যবৃদ্ধি ঘটেছে। এর প্রভাবে ২০২২ সালে বাংলাদেশের নতুন করে ২৮ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে। একই সময়ে নতুন করে অপুষ্টির শিকার হয়েছে ৩১ লাখ মানুষ, যা এ বছর ৩৩ লাখে পৌঁছে যাওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।
আইএফপিআরআইয়ের জ্যেষ্ঠ গবেষক ড্যানিয়েল রেস্নিক বলেন, আগামী বছরের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচন ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা করা হচ্ছে। এমন যেকোনো নিষেধাজ্ঞা দেশের খাদ্য নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *