জনশুমারি প্রতিবেদন

জনশুমারি প্রতিবেদন

বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। জনশুমারির চূড়ান্ত হিসাবে এমন তথ্যই দেওয়া হয়েছে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর জাতীয় প্রতিবেদনে। এতে বলা হয় দেশের জনসংখ্যার মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার, নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ ও তৃতীয় লিঙ্গের মানুষ ৮ হাজার ১২৪ জন। তবে দেশে গড় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কমে ১.২২ শতাংশে দাঁড়িয়েছে; যা ২০১১ সালে ছিল ১.৪৭ শতাংশ। জনসংখ্যার ৬৮.৩৪ শতাংশ পল্লীতে এবং ৩১.৬৬ শতাংশ শহরাঞ্চলে বসবাস করে। এছাড়া জনসংখ্যার মধ্যে পল্লী অঞ্চলে বসবাস করেন ১১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৮০৪ জন। শহরের বাসিন্দা ৫ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ১০৭ জন। বিভাগভিত্তিক হিসাবে মোট জনসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন, চট্টগ্রামে ৩ কোটি ৪১ লাখ ৭৮ হাজার, রাজশাহীতে ২ কোটি ৮০ হাজার, রংপুরে ১ কোটি ৮০ লাখ ২০ হাজার ৭১, খুলনায় ১ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ২১৮, ময়মনসিংহে ১ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৭২, সিলেটে ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ১১৩ এবং সবচেয়ে কম বরিশালে ৯৩ লাখ ২৫ হাজার ৮২০ জন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে- বিদেশে এখন ১ কোটি ২০ লাখ বাংলাদেশি বসবাস করছেন। বিবিএস তাদের জনসংখ্যা সম্পর্কিত প্রতিবেদনে বলেছে, এ সংখ্যা ৫০ লাখ ৫৩ হাজার ৩৫৮ জন। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে দুটি প্রতিষ্ঠানের দুই ধরনের তথ্য নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বলা হয়, বিবিএসের এ তথ্য শুধু শুমারিকালীন যারা বিদেশে অবস্থান করছিলেন, তাদের তথ্য। যখন শুমারি হয়েছিল তখন পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। সেই হিসাবে অনুমান করা যায় জনশুমারিতে সঠিক চিত্রের প্রতিফলন ঘটেনি। জনশুমারির ক্ষেত্রে যাতে সঠিক তথ্য প্রতিফলিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জনশুমারি অনুযায়ী দেশে সাক্ষরতার হার ২০১১ সালের তুলনায় ২৩.০৩ শতাংশ বেড়েছে। যা একটি বড় অর্জন।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *