ডা. নাজিয়া মেহেনাজ জ্যোতি
একটি শিশুর প্রথম দুধ দাঁত ৩ মাস থেকে ১২ মাসের মধ্যে মাড়িতে উঠে। প্রতিটি শিশুই আলাদা হয়, তাই কারো কারো ক্ষেত্রে ৬ মাস আবার কারো ক্ষেত্রে ১২ মাসেও তা মাড়িতে দেখা যায়। তবে শিশু যদি ১৫ মাস বয়সী হয় এবং দাঁত উঠার কোনো লক্ষণই না থাকে, তবে ধরে নিতে হবে শিশুর দেরীতে দাঁত উঠাবে এবং এটি অনেক সময় চিন্তার কারণ হয়।
- দেরীতে দাঁত উঠার কারণসমূহ
○ বংশগত
○ পুষ্টির অভাব- ভিটামিন ও মিনারেলস্ এর ঘাটতি
○ হাইপোথাইরয়েডিজম
○ হাইপোপিটুইটারিজম
○ অজানা কারণ
○ জেনেটিক সমস্যা- যেমন- অ্যামেলোজেনেসিড ইম্পার ফেক্টা।
- দেরীতে দাঁত উঠার জটিলতা
○ যদি দুধ দাঁত দেরীতে উঠে, বড় জটিলতা হলো সন্তানের স্থায়ী দাঁতগুলো আঁকাবাঁকা হয়ে উঠবে।
○ সঠিকভাবে খাবার চিবিয়ে খেতেও শিশুর দাঁত প্রয়োজন। শক্ত খাবার চিবানোর অক্ষমতা হলো দেরীতে দাঁত বের হবার একটি জটিলতা।
○ যদি শিশুর ১৫ মাসের বেশি হয় ও দাঁত না ওঠে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সঙ্গে ওজন বৃদ্ধি, অলসতা বা নির্জীবতার মতো লক্ষণ আছে কিনা দেখতে হবে। দ্রুত দন্ত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।
- [লেখক: অধ্যাপক, পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রী, বিএসএমএমইউ, ঢাকা।]