শিশু সুরক্ষায় বাংলাদেশের প্রশংসা কৈলাস সত্যার্থীর

শিশু সুরক্ষায় বাংলাদেশের প্রশংসা কৈলাস সত্যার্থীর

শিশু সুরক্ষায় বাংলাদেশের প্রশংসা কৈলাস সত্যার্থীর

দেওয়ানবাগ ডেস্ক: শিশু সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী। তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ, যেখানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় লিঙ্গবৈষম্য চিরতরে দূর হয়েছে। বাল্যবিবাহ দূরীকরণ ও শিশুর শিক্ষায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা প্রশংসনীয়। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের মতো সব দেশকে শিশুর সুরক্ষা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে।

গত শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন আয়োজিত ‘উইল ফর চিলড্রেন’ শীর্ষক আলোচনাসভায় মুখ্য আলোচকের বক্তব্যে কৈলাস সত্যার্থী এসব মন্তব্য করেন। অ্যাসোসিয়েশনের ১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
কৈলাস সত্যার্থী বলেছেন, ‘শিশুবান্ধব বিশ্ব গড়ে তুলতে শিশুর অধিকার ও মর্যাদা-সম্মান রক্ষা করতে হবে। দেশের সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ হতে হবে শিশুর অধিকার ও মর্যাদার প্রতি সম্মানজনক। সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে শিশুর সুরক্ষা নিশ্চিতের বিকল্প কিছু নেই।’

কৈলাস সত্যার্থী বলেন, করোনা মহামারি সময়ের সংকট উত্তরণে উন্নত দেশগুলোর জোট জি৭ ১২ ট্রিলিয়ন ডলারের বাজেট করেছিল। এই বাজেটের মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ দরিদ্র দেশগুলোর জন্য ব্যয় হয়েছে। মহামারির প্রভাবে উন্নয়নশীল দেশগুলোতে শিশুশ্রম বেড়েছে। অর্থাৎ উন্নত দেশগুলোর ধনতান্ত্রিক অভিভাবকরা এই সংকট থেকে শিক্ষা গ্রহণ করেননি।

নোবেল বিজয়ী এই মানবাধিকারকর্মী বলেন, ‘সারা বিশ্বের খনি-কারখানায় এক হাজার ৬০০ মিলিয়ন শিশু কাজ করছে। আফ্রিকা মহাদেশে প্রতি সপ্তাহে ১০ হাজার শিশু শিক্ষা থেকে ঝরে শ্রমে নিযুক্ত হচ্ছে। এক সপ্তাহের বৈশ্বিক সামরিক ব্যয় শিক্ষা ব্যয়ের চেয়ে কয়েক গুণ বেশি। তাদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিতে আমরা কিছুই করিনি, তাদের মুক্তি ও অধিকার ফিরিয়ে দিতে পারিনি। শিশু সুরক্ষা নিশ্চিতে রাজনৈতিক ও সদিচ্ছার কোনো বিকল্প নেই।’

কৈলাস সত্যার্থী বলেন, ‘উন্নয়ন ও শিশুর সুরক্ষা পরস্পরের সঙ্গে যুক্ত। জাতিসংঘসহ বিভিন্ন শিশু সংস্থার প্রতিবেদনে উদ্ধৃত হয়েছে, শিশুর স্বাস্থ্য ও শিক্ষায় বছরে এক ডলার বিনিয়োগ করলে বছরে সাত ডলার মুনাফা ফেরত পাওয়া যায়।’

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘শিশুদের নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের স্বার্থেই তাদের জন্য কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তাই শিশুর সুরক্ষায় সর্বোচ্চ উদ্যোগ নিয়েছেন।’

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *