বায়ুদূষণে গড় আয়ু কমছে পৌনে সাত বছর

বায়ুদূষণে গড় আয়ু কমছে পৌনে সাত বছর

বিজ্ঞান ডেস্ক: বায়ুদূষণের কারণে দেশের নাগরিকদের গড় আয়ু ৬ বছর ৮ মাস বা পৌনে সাত বছর কমছে। আর বিশ্বের মানুষের গড় আয়ু কমছে ২ বছর ৪ মাস। এছাড়া বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকির বিষয় হয়ে উঠেছে। এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৩ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্মসম্পাদক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।
গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাপা। এ সময় সংগঠনটির সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহসভাপতি অধ্যাপক এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটালে ২০২১ সালে আউটডোর এবং জরুরি বিভাগ মিলিয়ে ২ লাখ ১০ হাজার রোগী চিকিৎসাধীন ছিলেন। সাত বছর আগে এ সংখ্যা ছিল মাত্র ৮৫ হাজার। অন্যদিকে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের হিসাবে দেখা গেছে, গত বছরের জুলাইয়ে সেখানে ভর্তি, আউটডোর ও জরুরি বিভাগ মিলে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ছিল ১২ হাজারের কিছু বেশি। আর চলতি বছরের জুলাইয়ে এ সংখ্যা ১৪ হাজার পার হয়েছে।
বিশ্বব্যাংকের তথ্য তুলে ধরে তিনি বলেন, সিসা দূষণের কারণে বাংলাদেশে প্রতিবছর হৃদরোগে আক্রান্ত হচ্ছে ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ। এ কারণে শিশুদের আইকিউ কমে যাচ্ছে। তাদের বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ার ঝুঁকিও বাড়ছে। স্থপতি ইকবাল হাবিব বলেন, বায়ুদূষণ সারা দেশে ভয়াবহ অবস্থা তৈরি করেছে। এ কারণে ৩০ থেকে ৩৫ শতাংশ নাগরিক শ্বাসপ্রশ্বাস নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলছে। সরকারকে স্পষ্ট করতে হবে বিকলাঙ্গ প্রজন্ম, প্রতিবন্ধী শিশু তৈরি করবে নাকি শিল্পপতিদের কাছে মাথা নত করবে। আগামী জাতীয় নির্বাচনের আগে এ ব্যাপারে তাদের অঙ্গীকার করতে হবে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *