পৃথিবী বদলে দেওয়া আবিষ্কার

পৃথিবী বদলে দেওয়া আবিষ্কার

তানভীর আহমেদ: পৃথিবীতে কিছু আবিষ্কার মানব সভ্যতাকে বদলে দিয়েছে। নিম্নে কিছু আবিষ্কারের বিষয়গুলো বর্ণনা করা হলো-
জীবন রক্ষাকারী আবিষ্কার অ্যান্টিবায়োটিক
প্রাচীনকালে বিভিন্ন ছত্রাক আর গাছের লতাপাতার নির্যাস দিয়েই মূলত বিভিন্ন সংক্রমণের চিকিৎসা করত মানুষ। কালে কালে চিকিৎসাবিজ্ঞানে আসে পরিবর্তন। আবিস্কার হয় অ্যান্টিবায়োটিক। যা ছিল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি। এটি চিকিৎসা জগতে এনে দেয় নতুন দিগন্তের সন্ধান। ১৯২৮ সাল, আলেকজান্ডার ফ্লেমিং ইনফ্লুয়েঞ্জা নিয়ে গবেষণা করছিলেন। সেখান থেকেই পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। স্ট্যাফাইলোকক্কাস নামক জীবাণু নিয়ে কাজ করতে গিয়েই তিনি এ ধরনের ছত্রাকের সন্ধান পান, যার জীবাণুনাশক ক্ষমতা রয়েছে। ছত্রাকটির নাম ‘পেনিসিলিয়াম নোটেটাম’। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আকস্মিক এক ঘটনাক্রমে। তিনি ছিলেন স্কটল্যান্ডনিবাসী চিকিৎসক ও জীবাণুতত্ত্ববিদ। ১৯২৮ সালে তিনি আবিষ্কার করেন বিশেষ এক ধরনের ছত্রাকে জীবন রক্ষাকারী পেনিসিলিনের অস্তিত্ব। আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম পেনিসিলিন আবিষ্কার করলেও একে মানবদেহে ব্যবহারের উপযোগী অবস্থায় নিয়ে আসেন দুজন বিজ্ঞানী- হাওয়ার্ড ফ্লোরি (১৮৯৮-১৯৬৮) ও আর্নস্ট চেইন (১৯০৬-১৯৭৯)। ১৯৩৮ সালে এরা পেনিসিলিনের নিষ্কাশন ও বিশুদ্ধকরণের কাজ সম্পন্ন করেন।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *