ইসলামের জন্য নারী সাহাবিদের দেশত্যাগ

ইসলামের জন্য নারী সাহাবিদের দেশত্যাগ

আলেমা হাবিবা আক্তার: ইসলামের সূর্য উদিত হওয়ার পর থেকেই নারীরা নানাভাবে ইসলামের জন্য অবদান রাখছেন। নবি করিম (সা.) ওহি লাভ করার পর সর্বপ্রথম বিবি খাদিজা (রা.) তাঁকে আশ্বস্ত করেন এবং দ্বিন প্রচারে নিজের সর্বস্ব উৎসর্গ করেন। সুমাইয়া (রা.) ইসলামের জন্য জীবন বিসর্জন দেন। হিজরত তথা ইমান রক্ষার জন্য দেশত্যাগেও তাঁরা পিছিয়ে ছিলেন না।
তাঁরা মাতৃভূমি মক্কা ছেড়ে সুদূর হাবশায় হিজরত করেন। মহানবি (সা.) মক্কা ছেড়ে মদীনায় হিজরত করলে পুরুষদের পাশাপাশি নারী সাহাবিরাও সেখানে হিজরত করেন।
হাবশায় হিজরতকারী নারী সাহাবি
মক্কার মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবুয়তের ৫ম বছর রজব মাসে নবিজি (সা.)-এর জামাতা হযরত উসমান (রা.)-এর নেতৃত্বে একদল সাহাবি মক্কা থেকে হাবশায় হিজরত করেন। তাঁরাই ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম হিজরতকারী দল।
সেই দলে ১২ জন পুরুষ ও চারজন নারী ছিলেন। তাঁদের একজন ছিলেন হযরত রাসুল (সা.)-এর মেয়ে সাইয়েদা রুকাইয়া (রা.)। রাসুলুল্লাহ (সা.) তাঁদের সম্পর্কে বলেছিলেন, ‘হযরত ইব্রাহিম (আ.) ও হযরত লুত (আ.)-এর পর তারাই ইসলামের জন্য হিজরতকারী দম্পতি।’ অন্য তিনজন হলেন-১. হযরত আবু হুজাইফা (রা.)-এর স্ত্রী সাহলা বিনতে সুহাইল (রা.), ২. হযরত আবু সালামা (রা.)-এর স্ত্রী উম্মে সালামা (রা.), যাকে পরে নবিজি (সা.) বিয়ে করেন এবং ৩. হযরত আমের বিন রাবিয়া (রা.)-এর স্ত্রী লায়লা বিন আবু হাসমা (রা.)।
তবে কোনো কোনো ঐতিহাসিক এই কাফেলায় আবু সাবরা (রা.)-এর স্ত্রী উম্মে কুলসুম বিনতে সুহাইলও ছিলেন বলে দাবি করেছেন।
হাবশার দ্বিতীয় হিজরতে নারী সাহাবি
হাবশায় প্রথম হিজরতের কিছুদিন পর সাহাবিরা শুনতে পান, মক্কার মুশরিকরা মুসলমান হয়ে গেছে। ফলে তারা মক্কায় ফিরে আসেন। ফিরে আসার পর সাহাবিরা আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। ফলে নবুয়তের ৫ম বছর শাওয়াল মাসে হযরত রাসুল (সা.)-এর চাচাত ভাই হযরত জাফর বিন আবি তালিব (রা.)-এর নেতৃত্বে ৮৬ জন পুরুষ ও ১৬ জন নারীর একটি বড় কাফেলা দেশত্যাগ করে।
এবার হিজরতকারী নারীদের মধ্যে ছিলেন-
১. হযরত রাসুল (সা.)-এর মেয়ে রুকাইয়া (রা.), ২. হযরত জাফর (রা.)-এর স্ত্রী আসমা বিনতে উমাইস (রা.), ৩. হযরত আমর বিন সায়িদ (রা.)-এর স্ত্রী ফাতিমা বিনতে সাফওয়ান (রা.), ৪. হযরত উমাইনা বিনতে খালফ (রা.), ৫. হযরত উবাইদুল্লাহ (রা.)-এর স্ত্রী উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান (রা.), যিনি পরে নবিজি (সা.)-এর স্ত্রী হন, ৬. হযরত বারাকাত বিনতে ইয়াসার (রা.), ৭. হযরত উম্মে হারমালা বিনতে আবদুল আসওয়াদ (রা.), ৮. হযরত রামলা বিনতে আউফ (রা.), ৯. হযরত রাইতা বিনতে হারিস (রা.), ১০. হযরত উম্মে সালামা (রা.), ১১. হযরত হাতিব (রা.)-এর স্ত্রী ফাতিমা বিনতে ইয়াসার (রা.), ১২. হযরত ফাকিহা বিনতে ইয়াসার (রা.), ১৩. হযরত হাসনা (রা.), ১৪. হযরত উম্মে কুলসুম বিনতে সুহাইল (রা.), ১৫. হযরত সাওদা বিনতে জামআ (রা.) এবং ১৬. হযরত উমরা বিনতে সাদি (রা.)।
যেসব নারী সাহাবি মদীনায় হিজরত করেছিলেন
মক্কায় মুসলমানদের ওপর যখন জুলুম ও অত্যাচার অতীতের সব সীমা ছাড়িয়ে যায়, তখন নবিজিকে আল্লাহ মদীনায় হিজরতের অনুমতি দেন। তিনি প্রথমে সাহাবিদের মক্কা ত্যাগের নির্দেশ দেন এবং তাঁর হিজরতের ব্যাপারে আল্লাহর আদেশের অপেক্ষা করতে থাকেন। রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশ পাওয়ার পর নারীদের মধ্যে সর্বপ্রথম মদীনায় হিজরত করেন হযরত উম্মে কুলসুম বিনতে উকবা ইবনে আবি মুয়িত (রা.)। মহানবি (সা.) মদীনায় হিজরত করার পর তাঁর পরিবারের মধ্যে সাওদা বিনতে জামআ (রা.), হযরত ফাতেমা (রা.), হযরত উম্মে কুলসুম (রা.) ও হযরত উম্মে আইমান (রা.) মদীনায় হিজরত করেন। এছাড়া নারীদের মধ্যে যাঁরা মদীনায় হিজরত করেছিলেন তাঁদের মধ্যে বিখ্যাত কয়েকজন হলেন-হযরত উম্মে কায়েস (রা.), হযরত জয়নব বিনতে জাহাশ (রা.), হযরত হাবিবা বিনতে জাহাশ (রা.), হযরত হামনা বিনতে জাহাশ (রা.), হযরত জুদামা বিনতে জান্দাল (রা.), হযরত উম্মে কায়েস বিনতে মিহসান (রা.), হযরত আমনাহ বিনতে রুকাইশ (রা.), হযরত উম্মে হাবিবা বিনতে নুবাতাহ (রা.), হযরত উম্মে হাবিবা বিনতে সুমামা (রা.), হযরত সাখরাবাহ বিনতে তামিম (রা.) প্রমুখ।
সূত্র : সিরাতে মোস্তফা, আর-রাহিকুল মাখতুম ও আল-আখবারিয়া ডটডিজেড

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *