বেশিরভাগ শিশুর মেধাবিকাশের সুযোগ নেই

বেশিরভাগ শিশুর মেধাবিকাশের সুযোগ নেই

দেওয়ানবাগ ডেস্ক: সারাবিশ্বের শিশুদের শিক্ষাব্যবস্থাপনায় চরম হতাশাব্যঞ্জক তথ্য উপস্থাপন করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল। জাতিসংঘে চারদিনব্যাপী ‘ট্র্যান্সফর্মিং এডুকেশন সামিট’ (শিক্ষা ব্যবস্থায় গতিসঞ্চারিত করার শীর্ষ সম্মেলন) শুরুর দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর শুক্রবার এক বিবৃতিতে ইউনিসেফের এই শীর্ষ কর্মকর্তা উল্লেখ করেছেন, ১০ বছর বয়সী শিক্ষার্থীর মাত্র এক-তৃতীয়াংশ একটি সাধারণ গল্প পড়তে এবং বুঝতে পারে। স্কুলে শিক্ষাদানের উৎসের ঘাটতি, যোগ্যতাসম্পন্ন শিক্ষকের সংকট, শ্রেণিকক্ষে ভিড় আর মান্ধাতা আমলের পাঠক্রম অনুসরণের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষাব্যবস্থায় এমন নাজুক পরিস্থিতি ভবিষ্যৎ-বিশ্বকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কারণ শিশুরা তার মেধার পূর্ণ সম্ভাবনাকে বিকাশ করতে সক্ষম হচ্ছে না। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠানরত এই সামিটে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান এমপিসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলও অংশ নিচ্ছে। করোনাকালীন লকডাউন, স্কুলের পরিবর্তে বাসায় বসে শিক্ষাগ্রহণ, অনেকস্থানে অনলাইন ব্যবস্থার সংকট কিংবা কম্পিউটার না থাকায় বিরাট সংখ্যক শিক্ষার্থী বঞ্চিত হয়েছে। যারা এমন সুযোগ-সুবিধার আওতায় ছিল তাদেরও একটি উল্লেখযোগ্য অংশ যথাযথ শিক্ষা লাভে সক্ষম হয়নি।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *