আব্দুল মান্নান সিদ্দিকী: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর কোলাপাড়ায় বেকার যুব নারীদের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। গত ১২ সেপ্টেম্বর জেলার শ্রীনগর শমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকির। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মারিয়াম আক্তার। আরো উপস্থিত ছিলেন শমষপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার সরকার, শমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সরকার, ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের উপদেষ্টা মোহাম্মদ আজিম খান, উপদেষ্টা ডাক্তার মাসুম খান ডালু, সাধারণ সম্পাদক আদিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল হাসান শাহাবুদ্দিন।
সঞ্চালনে ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান মোহাম্মদ জসিম মোল্লা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, যুব উন্নয়নের আয়োজনে শ্রীনগরে বেকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ দিনব্যাপী অদক্ষ ৩০ জন যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়।