রসায়নে নোবেল পেলেন তিন গবেষক

রসায়নে নোবেল পেলেন তিন গবেষক

বিজ্ঞান ডেস্ক: ২০২৩ সালে রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ মুঙ্গি জি বাওয়েন্দি, মার্কিন গবেষক লুইস ইব্রুস ও অ্যালেক্সি আই একিমোভ। ন্যানোপ্রযুক্তিবিষয়ক মৌলিক গবেষণায় অবদান রাখায় তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়। দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে। এদিকে, নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে বিজয়ীদের নাম ফাঁস হয়ে যায়।
নোবেল কমিটি জানায়, কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে তিন গবেষক অবদান রাখায় পুরস্কার দেওয়া হয়েছে। তবে কয়েক ঘণ্টা আগেই বিজয়ীদের নাম ফাঁস হয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ খবরকে গুজব বলে উড়িয়ে দিলেও ঘোষিত বিজয়ীদের নামের তালিকার সঙ্গে ফাঁস হওয়া তালিকা মিলে যায়। এ প্রসঙ্গে নোবেল কমিটির তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নোবেলজয়ী বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। চলতি বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন ক্রোনা থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন করা হয়েছে। সে হিসাবে বর্তমান বাজারমূল্যে নোবেলজয়ীরা বাড়তি ৮৯ হাজার মার্কিন ডলার পাবেন। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারে এর মান প্রায় ১০ লাখ ৭ হাজার মার্কিন ডলার আর বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি ১৩ লাখ টাকার মতো (১ ডলার = ১১০.৭২ টাকা ধরে)।
২০২২ সালে রসায়নে নোবেল বিজয়ী হন যুক্তরাষ্ট্রের ক্যারোলিন আর. বেরতোজ্জি, ডেনমার্কের মর্টেন মেলডাল ও যুক্তরাষ্ট্রের কে. ব্যারি শার্পলেস। ক্লিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োঅর্থগোনাল কেমিস্ট্রির উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাদের এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ২০০১ সালেও রসায়নে নোবেল বিজয়ী হন কে ব্যারি শার্পলেস।
আগের দিন মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিন বিজ্ঞানী। পরমাণু ও অণুর ভেতরে ইলেকট্রনের জগৎ নিয়ে পরীক্ষার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। বৃহস্পতিবার সাহিত্যে অবদান রাখায় নোবেলজয়ীর নাম এবং ৬ অক্টোবর শান্তিতে অবদান রাখায় নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।
প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখায় পুরস্কারটি জিতেছেন কাতালিন ক্যারিকো ও ড্র ওয়াইজম্যান। কোভিড-১৯ এর বিরুদ্ধে এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন আবিষ্কারে এ পুরস্কার পেলেন তারা। কাতালিন ক্যারিকো হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী এবং ড্র ওয়াইজম্যান মার্কিন চিকিৎসক ও বিজ্ঞানী।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *