দেওয়ানবাগ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলার চেয়েও বিভিন্ন রোগে বেশি প্রাণহানি হতে পারে এমন সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লি¬উএইচও) এদিকে যুদ্ধবিরতির চতুর্থ দিনে ১১ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস ইসরায়েল ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দুই দিন যুদ্ধবিরতির পর আরো বাড়ানোর আশা করছে কাতার। এ নিয়ে আলোচনা করতে গতকাল কাতারে গেছেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিসরের গুপ্তচর প্রধানরা। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, গাজায় পর্যাপ্ত জ্বালানি প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী এর ফলে ত্রাণ সরবরাহ করা এবং চিকিত্সাব্যবস্থায় সমস্যার সৃষ্টি হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মারগারেট হ্যারিস জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো না হলে ইসরায়েলি বোমা হামলায় যত মানুষ নিহত হয়েছেন, তার চেয়েও বেশি মৃত্যু হতে পারে ব্যাপক হারে ছড়িয়ে পড়া রোগে গতকাল মঙ্গলবার জেনেভায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থা সারিয়ে তোলা না গেলে ইসরায়েলি বোমা হামলায় যত মানুষ নিহত হয়েছেন, তার চেয়েও বেশি মৃত্যু হতে পারে, সেখানে ব্যাপক হারে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত প্রায় দুই মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ৪০ শতাংশই শিশু। অনেকে ধ্বংসস্তূপের নিচে চিরদিনের জন্য হারিয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা গাজায় নির্বিচারে চালানো হত্যাকাণ্ডকে গণহত্যার সঙ্গে তুলনা করেছেন। ২৪ ঘন্টায় ধ্বংসস্তূপের ভেতর থেকে ১৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।