দেওয়ানবাগ ডেস্ক: গুরুত্বপূর্ণ কাজের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শর্ত, বয়স হতে হবে চার বছরের নিচে। বেতনও মিলবে কাজের জন্য। এমন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জাপানের এক বৃদ্ধাশ্রম।
মূলত বৃদ্ধাশ্রমের বয়স্কদের সঙ্গ দিতেই শিশুদের নিয়োগ দেওয়া হবে। আর তাদের বেতন হবে দুধ ও ডায়াপার।
কিটাকিউশুর নামের এই বৃদ্ধাশ্রমে নিয়োগ পাওয়া শিশুর অভিভাবকদের একটি চুক্তিতে স্বাক্ষর করতে হয়। চুক্তি অনুযায়ী শিশুরা যখন মর্জি কাজে আসবে। তারা ক্ষুধার্ত হলে বা ঘুমের সময় বিশ্রামের সুযোগ পাবে। কাজের জন্য নির্ধারিত কোনো সময় থাকবে না। বৃদ্ধাশ্রমের প্রধান কিমি গন্ডো জানান, এখন পর্যন্ত ৩০টি শিশু নিয়োগ দেওয়া হয়েছে। এক শরও বেশি বাসিন্দা, যাঁদের বয়স আশির ঘরে, তাঁদের উৎফুল্ল রাখার কাজ করবে শিশুরা। তিনি বলেন, শিশুদের দেখলে বৃদ্ধরা হাসিমুখে থাকেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ্য প্রার্থীদের কাজ হবে বৃদ্ধাশ্রমে চারপাশে ঘুরঘুর করা। এ সময় অভিভাবকরা তাদের সঙ্গে থাকবেন। কিমি বলেন, শিশুরা মায়ের সঙ্গে যেভাবে পার্কে যায়, এখানে সেভাবে থাকবে।
কিমি জানান, শিশুদের পেয়ে বৃদ্ধাশ্রমের লোকজনকে আনন্দিত মনে হচ্ছে। শিশুদের তাঁরা শুভেচ্ছা জানাচ্ছেন, কথা বলছেন এবং জড়িয়ে ধরছেন। কিটাকিউশুরের এক বাসিন্দা বলেন, ‘শিশুদের দেখে নিজের ছেলেমেয়ের কথা মনে পড়ছে।’ কিমি জানান, এই প্রকল্প এখন পর্যন্ত দুর্দান্তভাবে সফল। অনেক শিশু সবার সঙ্গে প্রকৃত নাতি-নাতনির মতো মিশছে।