প্রভাবশালীর তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত রুম্মান চৌধুরী

প্রভাবশালীর তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত রুম্মান চৌধুরী

দেওয়ানবাগ ডেস্ক: টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী এআই ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডাটা সায়েন্টিস্ট রুম্মান চৌধুরী। টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে গত বৃহস্পতিবার তালিকাটি প্রকাশ করা হয়।
রুম্মান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন। ডাটা সায়েন্স ও সোশ্যাল সায়েন্সের সমন্বয়ে অ্যাপ্লায়েড অ্যালগরিদমিক এথিকস খাতে কাজ করেন তিনি। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা ও মেশিন লার্নিং নিয়ে কাজ করেন তিনি।
রুম্মান ১৯৮০ সালে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রকল্যান্ড কাউন্টিতে জন্মগ্রহণ করেন। ব্যবস্থাপনা ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এমআইটি থেকে তিনি স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরপর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিকস অ্যান্ড কোয়ান্টিটেটিভ মেথডসে এমএসসি ডিগ্রি লাভ করেন।
ডাটার ব্যবহারে মানুষকে পক্ষপাতমুক্ত রাখা এবং সমাজের ওপর প্রযুক্তির প্রভাব যাচাই করার ব্যাপারে গবেষণা করেছেন তিনি।
২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত টুইটারে (বর্তমানে এক্স) একটি দলের প্রকৌশল পরিচালক হিসেবে কাজ করেছেন রুম্মান চৌধুরী। এ সময় তিনি টুইটারের কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে নৈতিকতার মানদণ্ডের সমন্বয় করার জন্য কাজ করেন।
গত আগস্টের শুরুতে ড. রুম্মান প্রায় চার হাজার হ্যাকারকে নিয়ে লাস ভেগাসে একটি আলোচিত সম্মেলন আয়োজন করেন।
সেই অনুষ্ঠানে ওপেন এআই, গুগল ও অ্যানথ্রোপিকের বানানো এআই চ্যাটবটের বিভিন্ন দুর্বলতা চিহ্নিত করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় হ্যাকারদের। ওই অনুষ্ঠানের মাধ্যমে ড. রুম্মানের কাজের গুরুত্ব বড় আকারে সবার সামনে আসে।
টাইম ম্যাগাজিনের এই তালিকায় ড. রুম্মানের পাশাপাশি স্থান পেয়েছেন ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, এক্স এআইয়ের ইলন মাস্ক, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেই ফেই লি, গুগল ডিপ মাইন্ডের ভাইস প্রেসিডেন্ট পুশমিত কোহলি প্রমুখ।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *