চীনের মতো পরাশক্তি হওয়ার সম্ভাবনা কম ভারতের

চীনের মতো পরাশক্তি হওয়ার সম্ভাবনা কম ভারতের

অশোক মোদি: ১৯৮৫ সালের মার্চে ওয়াল স্ট্রিট জার্নাল ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছিল। ‘রাজীব রিগ্যান’ শিরোনামের সম্পাদকীয়তে পত্রিকাটি ঘোষণা করেছিল, রাজীব বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিল করে এবং কর ছাঁট দিয়ে ‘ছোটখাটো বিপ্লব’ ঘটিয়ে দিয়েছেন।
এর তিন মাস পরে যুক্তরাষ্ট্রে রাজীবের সফরের সময় কলাম্বিয়া ইউনিভার্সিটির অর্থনীতিবিদ জগদীশ ভগবতীর ভাষ্য ছিল আরও প্রশংসামুখর। নিউইয়র্ক টাইমস পত্রিকায় তিনি লিখেছিলেন, ‘আজকের চীনের চেয়ে ভারতে আরও অনেক বড় অর্থনৈতিক বিস্ময়ের সূচনা হতে চলেছে। সেই বিস্ময়কর ঘটনা যদি ঘটেই যায়, তার মধ্যমণি হবেন এই তরুণ প্রধানমন্ত্রী।’ রাজীব গান্ধীর কর ছাড় ও অর্থনৈতিক শর্ত শিথিলের নীতিরও তিনি অকুণ্ঠ প্রশংসা করেছিলেন।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *